FAQ

দেশব্যাপী উদ্ভাস-উন্মেষ এর সকল শাখায় সমান সেবা প্রদান করা হয়। অভিন্ন প্রশ্নপত্রে সকল শাখায় পরীক্ষা নেওয়া হয়। সকল উত্তরপত্র মূল্যায়ন করা হয় এক জায়গা থেকে এবং একই Solve Sheet সকল শিক্ষার্থীকে প্রদান করা হয়। একই টিচার সকল শাখায় ঘুরে ঘুরে ক্লাস নিয়ে থাকেন। অনলাইন Software-এর মাধ্যমে সকল শিক্ষার্থীর মেধাতালিকা প্রণয়ন করা হয়। ফলে একজন শিক্ষার্থী উদ্ভাস-উন্মেষ এর যেকোনো শাখা থেকে পরীক্ষা দিয়েই দেশব্যাপী সকল শিক্ষার্থীর মধ্যে নিজের অবস্থান সম্পর্কে জানতে পারে।
শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষকের মান একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। শিক্ষার মান নিশ্চিত করতে উদ্ভাস-উন্মেষ এর শিক্ষকদেরকে নিয়মিতই প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। বছরব্যাপী একাডেমিক কার্যক্রমের সুবাদে উদ্ভাস-উন্মেষ এর শিক্ষকরা পড়ানোর চর্চাটা বছর ধরেই অব্যাহত রাখতে পারেন। এতে করে মানের মূল্যায়ন ও উন্নতির জায়গাগুলো চিহ্নিত করা সহজ হয়। উদ্ভাস-উন্মেষ এর ক্লাসগুলো নিয়ে থাকেন BUET, Medical, BCS, IBA & DU এর ভাইয়ারা।
বিষয়ভিত্তিক যেকোনো সমস্যা সমাধানে উদ্ভাস-উন্মেষ এর অনন্য সংযোজন- এক্সপার্ট টিচার প্যানেলের মাধ্যমে সার্বক্ষণিক (২৪/৭) Q & A সেবা। যার মাধ্যমে টেক্সট, ইমেজ, পিডিএফ অথবা ভয়েস রেকর্ড সাবমিট করে বিষয়ভিত্তিক যেকোনো প্রশ্নের উত্তর পাওয়া যাবে। যা শিক্ষার্থীদেরকে সার্বক্ষণিক প্রাইভেট কেয়ারের সুবিধা প্রদান করবে।
ডিজিটালাইজেশন যেখানে সহায়, মানুষ সেখানে এক সমতলে। আর তাইতো সময়োপযোগী সকল প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য উদ্ভাস-উন্মেষ শিক্ষা পরিবার রেখেছে Online পেমেন্ট -এর মাধ্যমে ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ। যেখানে ভর্তিচ্ছু যেকোনো শিক্ষার্থী দেশের যেকোনো প্রান্ত হতে উদ্ভাস-উন্মেষ এর সকল প্রোগ্রামে Online-এ পেমেন্ট করে ভর্তি হতে পারবে সহজেই।
শিক্ষার্থীর প্রয়োজনে প্রোগ্রাম মাইগ্রেশনের সুবিধা বাংলাদেশে একমাত্র উদ্ভাস-উন্মেষ শিক্ষা পরিবারেই রয়েছে। অর্থাৎ কোনো একটি প্রোগ্রামে ভর্তি হওয়ার পর কোনো শিক্ষার্থী যদি কোনো কারণে (যেমন- HSC পরীক্ষা/রেজাল্ট আশানুরূপ না হওয়া, টার্গেট পরিবর্তন হওয়া ইত্যাদি) প্রোগ্রাম পরিবর্তন করতে চায়, যেমন- ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম থেকে মেডিকেল/ভার্সিটি ‘ক’ প্রোগ্রামে যেতে চায় অথবা মেডিকেল প্রোগ্রাম থেকে ভার্সিটি ‘ক’/ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে যেতে চায় অথবা ভার্সিটি ‘ক’ প্রোগ্রাম থেকে মেডিকেল/ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে যেতে চায় তবে সে যেকোনো সময়ই তা করতে পারবে। উপরন্তু, কোন শিক্ষার্থী যদি শাখা পরিবর্তন করতে চায় তবে যেকোনো সময়ই সে তা করতে পারবে।
নিজস্ব সফট্ওয়্যার টিমের সার্বক্ষণিক তত্ত্বাবধানে উদ্ভাস-উন্মেষ এর রয়েছে দেশসেরা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম (online.udvash-unmesh.com)। যেকোনো সরকারি বিধি-নিষেধের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে সকল কার্যক্রম অনলাইনে চলমান থাকবে। ফলে শিক্ষার্থীদের ধারাবাহিক প্রস্তুতিতে কোনো প্রকার বিঘ্ন ঘটবে না। ২০২২ সালের বিভিন্ন ভর্তি পরীক্ষায় উদ্ভাস-উন্মেষ এর শিক্ষার্থীদের ঈর্ষণীয় সাফল্যই তার উৎকৃষ্ট প্রমাণ। উল্লেখ্য যে, অনলাইনেও শিক্ষার্থীদের সুষম প্রস্তুতি নিশ্চিতকরণে MCQ পরীক্ষার পাশাপাশি বাংলাদেশে একমাত্র উদ্ভাস উন্মেষ-ই ফিজিক্যালি Written পরীক্ষার অনুরূপ অনলাইনে Written পরীক্ষা নিয়ে থাকে।