শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষকের মান একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। শিক্ষার মান নিশ্চিত করতে উদ্ভাস-উন্মেষ এর শিক্ষকদেরকে নিয়মিতই প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।
বছরব্যাপী একাডেমিক কার্যক্রমের সুবাদে উদ্ভাস-উন্মেষ এর শিক্ষকরা পড়ানোর চর্চাটা বছর ধরেই অব্যাহত রাখতে পারেন।
এতে করে মানের মূল্যায়ন ও উন্নতির জায়গাগুলো চিহ্নিত করা সহজ হয়। উদ্ভাস-উন্মেষ এর ক্লাসগুলো নিয়ে থাকেন BUET, Medical, BCS, IBA & DU এর ভাইয়ারা।